মিরপুরে চাঁদা তুলতে বাধা দেওয়ায় শিক্ষার্থীদের ওপর হামলা
রাজধানীর মিরপুরে চাঁদা তোলায় বাঁধা দেওয়ায় অন্তত ৮ শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বরে) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ এর পানির ট্যাংকের গলির এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের একজন এসএম সায়েম অভিযোগ করেন, মিরপুর-১৩-এ ফুটপাতের দোকানে চাঁদাবাজির চেষ্টায় বাধা দেওয়ায় আতাউল্লাহ নামে এক ব্যক্তি ও তার অনুসারীরা দুই শিক্ষার্থীকে মারধর শুরু করেন।
এরপর বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে মিরপুর এলাকার অন্যতম সমন্বয়ক এস এম সায়েমসহ ১৫-২০ জন ঘটনাস্থলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।
সায়েম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রাত ১০:৩০ এর দিকে জীবন, আতাসহ ২০-২৫ জনের একটি সশস্ত্র দল আমাদের ওপর হামলা করে। আমার ফুপাতো ভাই সাব্বিরের মাথায় অন্তত ৬টি কোপ দেয় ধারালো চাপাতি দিয়ে। আমার কানও ফেটে গেছে লাঠির আঘাতে।"
তিনি আরও বলেন, "আমরা একজন চাঁদাবাজকে ধরতে সক্ষম হই এবং তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।"
এ বিষয়ে মন্তব্যের জন্য আতাউল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কাছ থেকে সারা পাওয়া যায়নি।