‘নগদ’-এর প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না, জানতে চান হাইকোর্ট
মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান 'নগদ'-এর প্রশাসক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার এই নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে 'নগদ'-এর স্বতন্ত্র পরিচালক মো. শফায়েত আলমের করা রিটের শুনানি শেষে এই রুল জারি করেন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। পরে নগদের আইনজীবী মুস্তাফিজুর রহমান খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেন, রিটের শুনানি শেষে অর্থসচিব, টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং নগদের প্রশাসক মুহাম্মদ বদিউজ্জামান দিদারকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন উচ্চ আদালত। তিনি আরও বলেন, যেহেতু প্রশাসক ইতোমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, তার মেয়াদ এক বছর, তাই হাইকোর্ট তার কার্যক্রম স্থগিত করেননি।
এর আগে গত ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য 'নগদ'-এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া, প্রশাসকের সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য ৬ কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে।