কোনো ভয় ছাড়াই সরকারি কর্মকর্তারা সঠিক তথ্য প্রকাশ করতে পারবেন: দেবপ্রিয় ভট্টাচার্য
পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক চাপের কারণে সঠিক তথ্য প্রকাশ করতে পারেনি কর্মকর্তারা বলে জানিয়েছেন শ্বেতপত্র খসড়া কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।
দেবপ্রিয় ভট্টাচার্য জানান, তারা আগে অসহায় ছিলেন। তবে তারা এখন সব ধরনের সঠিক তথ্য প্রকাশ করতে পারবেন। আজ রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
দেবপ্রিয় বলেন, "জিডিপি, জাতীয় আয়, মুদ্রাস্ফীতি এবং এডিপির হিসাবের ভিত্তি খুবই দুর্বল। কীভাবে এই বিষয়গুলো হিসাব করা হয় তা তদন্ত করা হবে। এ বিষয়ে আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সঙ্গে আলোচনা করবো।"
তিনি আরও বলেন, "জ্বালানি সংক্রান্ত চুক্তিসহ সকল প্রকার চুক্তির আসল নথিপত্র পর্যালোচনা করা হবে।"
বৈঠকে সরকারি তথ্য গঠন, সরবরাহ ও মূল্যায়নের সঙ্গে জড়িত ২৪টি সংস্থা বিশেষ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় শ্বেতপত্র খসড়া কমিটির সদস্য ডা. মোস্তাফিজুর রহমান, ডা. সেলিস রায়হান এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন।