আশুলিয়া শিল্পাঞ্চল: আজও খুলেছে অধিকাংশ পোশাক কারখানা, বন্ধ ২০টি
ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে গতকালের মতো আজও (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে পোশাক কারখানাগুলোতে।
গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আশুলিয়ায় স্থানীয় নেতা ও মালিকদের সঙ্গে এক বৈঠকের পর পোশাক প্রস্তুকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয়। এরপর গতকাল এ অঞ্চলে সব মিলিয়ে ৪৯টি পোশাক কারখানা বন্ধ রাখা হলেও আজ বন্ধ কারখানার সংখ্যা কমে ২০টিতে নেমে এসেছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আজ এই অঞ্চলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় ১৮টি এবং দুটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এর বাইরে শিল্পাঞ্চলের সকল কারখানা স্বাভাবিক আছে উৎপাদন কার্যক্রম।
শিল্প পুলিশ ও ইন্ডাস্ট্রি সূত্র জানায়, প্রথম ঘণ্টায় ৪-৫টি কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে মালিকপক্ষের সঙ্গে বিভিন্ন দাবির বিষয়ে আলোচনা করতে কাজ বন্ধ করে রাখলেও পরবর্তীতে এসব কারখানার শ্রমিকরাও কাজ শুরু করেছেন।
বিজিএমইএ সূত্র জানায়, শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে জেনারেশন নেক্সট, সান সোয়েটার, মাসকট ফ্যাশন, পার্ল গার্মেন্টস।
উল্লেখ্য, শিল্প পুলিশ সূত্র জানায়, শিল্প পুলিশ-১-এর আওতাধীন এলাকায় মোট ১ হাজার ৮৬৩টি শিল্পকলকারখানা রয়েছে, যার সিংহভাগই তৈরি পোশাক কারখানা।
পোশাক খাতের একটি শিল্প গ্রুপের ঊর্ধতন একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, 'নিরাপত্তার স্বার্থে গতকালও আমাদের কারখানা বন্ধ রাখা হয়েছিল, তবে আজ থেকে সব কারখানা চালু রয়েছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। সবগুলো কারখানার যাবতীয় কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।'
তিনি বলেন, 'দু-একটি ছোট ছোট কারখানা ব্যতীত আজ আর কোনো কারখানা বন্ধ থাকার কথা না। হয়তো দু-একটি কারখানা কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আশা করছি আগামীকাল থেকে এসব কারখানাও খুলে যাবে। এককথায়, শেষ দুই সপ্তাহ যাবত যে পরিবেশ ছিল, সেটি আর নেই। সামগ্রিক পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে।'
এই রিপোর্ট লেখার সময় সকাল ১০টা পর্যন্ত স্বাভাবিক রয়েছে শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি।
এছাড়াও শিল্পাঞ্চলের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর টহল কার্যক্রম।
উল্লেখ্য, টানা দুই সপ্তাহেরও বেশি সময় যাবত শ্রমিক অসন্তোষের জেরে বেশ কিছু পোশাক কারখানা বন্ধ থাকার পর গতকাল বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা খুলে দেওয়া হয়।