গণতান্ত্রিক ছাত্রশক্তির সকল কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা
প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই গণতান্ত্রিক ছাত্রশক্তি এর সকল কমিটি ও কার্যক্রম স্থগিত করেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে ছাত্র সংগঠনটি এর ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেয়।
গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতৃবৃন্দ ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো শিক্ষার্থী আন্দোলনের অগ্রভাগে ছিলেন। সংগঠনটির দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে দলভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উত্থাপনের পর এ ঘোষণা এল। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি উত্থাপন করলেও পরে তারা ক্যাম্পাসে একাধিক মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করার ঘোষণা দেওয়ার পরে শিক্ষার্থীদের একটি অংশ বলেছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না।
নাম প্রকাশ না করার শর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রশক্তির এক নেতা শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, তারা মূলত ছাত্র রাজনীতি নিয়ে চলমান বিতর্ক এড়াতে চান।
২০২৩ সালের ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে আহ্বায়ক এবং নাহিদ ইসলামকে সদস্য সচিব করে গণতান্ত্রিক ছাত্রশক্তির ২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৩৩ সদস্যের কমিটিও ঘোষণা করা হয়।