আ.লীগ সরকারের নীতিগত সমর্থনের অভাবে টেক্সটাইল খাত পরিত্যক্ত শিল্পে পরিণত হয়েছে: বিটিএমএ সভাপতি
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নীতিগত সমর্থন না থাকার সমালোচনা করে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল টেক্সটাইল খাত পরিত্যক্ত শিল্পে পরিণত হয়েছে বলে দাবি করেছেন।
তিনি বলেছেন, কোভিড ও কোভিড পরবর্তী দুই বছর কাজ না থাকার পরও শ্রমিকদের বেতন দিতে হয়েছে। বর্তমানে গ্যাস সংকটের কারণে ৩০ শতাংশ সক্ষমতা নিয়ে চলছে এই শিল্প।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিটিএমএর কাওরান বাজার অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যে টাকা পাচার হয়েছে, তার অন্তত ১০ শতাংশ প্রণোদনা হিসেবে দেওয়া হলে এ শিল্প ঘুরে দাঁড়াতে পারবে। এই মুহূর্তে বিশ্বব্যাপী বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভাবমূর্তি নিয়ে সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, এ মুহূর্তে কিছু বহিরাগতদের ইন্ধনে অস্থিরতা হচ্ছে। তিনি পুলিশ বাহিনীকে অনুরোধ করেন অতীতে যেভাবে সরকারকে রক্ষা করতে ভূমিকা রেখেছেন এবার শিল্পকে বাঁচাতে আপনাদের সে ধরনের ভূমিকা দেখতে চাই।
টেক্সটাইল খাতের ব্যাংক লোনগুলো পুনঃতফসিল করার অনুরোধ করেন তিনি।
শ্রমিকদের বেতন দিতে সরকার ঘোষিত স্বল্প সুদের ঋণের টাকা এখনও ৯০ শতাংশ কারখানা পায়নি বলে অভিযোগ করেন বিটিএমএর সহসভাপতি আবুল কালাম। অথচ শ্রমিকদের মাঝে গুজব আছে সরকার তাদেরকে ফ্রিতে এই টাকা দিচ্ছে।
বিটিএমএর পরিচালক খোরশেদ আলম বলেন, চার কারণে শ্রমিক অসন্তোষ হচ্ছে- কিছু কারখানায় বেতনের সমস্যা ছিল, ঝুট ব্যবসা দখল করা নিয়ে দুই গ্রুপ, বিদেশিদের ইন্ধন ও স্থানীয় কিছু রাজনৈতিক নেতা। পার্শ্ববর্তী দেশ থেকে এক হাজার কোটি টাকার কাপড় ঢুকছে দেশে অভিযোগ করে তিনি বলেন পাথর আমদানির আড়ালে ট্রাকে করে এসব কাপড় আনা হচ্ছে। এজন্য সড়কপথে পণ্য আমদানি বন্ধের দাবি করেন তিনি।