দুই দফায় নিয়োগ পাওয়া ৫৯ জন জেলা প্রশাসকের মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল
দুই দফায় নিয়োগ দেওয়া ৫৯ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালায়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব এ কথা জানান।
আগামী দুই থেকে তিনদিনের মধ্যে এই ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।
যে আর জেলার ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে সেগুলো হচ্ছে- লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী জেলা।
এছাড়া, কয়েক জেলার ডিসি পদে রদবদল আনা হয়েছে। টাঙ্গাইলের ডিসিকে পঞ্চগড়ে, নীলফামারীর ডিসিকে টাঙ্গাইলে এবং নাটোরের ডিসিকে লক্ষ্মীপুরে দেওয়া হয়েছে।
জনপ্রশাসন সচিব জানান, শীঘ্রই শূন্য থাকা ৭ সচিব পদ পূরণ করা হবে। অতিরিক্ত সচিবদের মধ্য থেকেই নিয়োগ দেওয়ার সম্ভবনা বেশি বলে জানান তিনি।
এদিকে আজও সকাল থেকে উপসচিব পর্যায়ের বিক্ষুদ্ধ কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরছেন। তারা বলছেন, ৫৯ জেলায় নিয়োগ দেওয়া ডিসিদের প্রত্যাহার করে নতুন করে ডিসি নিয়োগ করতে হবে।
গতকাল ডিসি নিয়োগের দ্বিতীয় ধাপের প্রজ্ঞাপণ জারির পর উপসচিব পর্যায়ের কর্মকর্তারা যেসব আচরণ করেছেন, তাকে সিনিয়র সচিব অশোভন উল্লেখ করে বলেছেন, "এটি কোনোভাবেই কাম্য নয়।"
এ ঘটনায় স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি দেখবে কেন এ ধরনের আচরণ করলেন কর্মকর্তারা। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।