ছাত্র আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাতে ১৪ সেপ্টেম্বর স্মরণসভা
সাম্প্রতিক ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর রাজধানীতে স্মরণসভা আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
গতকাল (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন এবং বলেন, "স্মরণসভা আয়োজনের জন্য কিছু সংযুক্ত ব্যয় থাকবে, যা সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে পরিচালিত হবে।"
তিনি আরও বলেন, "বৈঠকে এই ব্যয় সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।"
অনুষ্ঠানের বাজেট সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ধরা হয়েছে বলে ড. সালেহউদ্দিন জানিয়েছেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।
অর্থ উপদেষ্টা বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা অনুষ্ঠানের প্রস্তুতির তদারকি করছেন; এতে শহীদদের পরিবার এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণ আশা করা হচ্ছে।