১৩ দফা দাবিতে টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
১৩ দফা দাবিতে গাজীপুরের টঙ্গী এলাকায় কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা।
দ্বিতীয় দিনের মতো আজ (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে টঙ্গী বিসিক শিল্প এলাকায় অবস্থিত গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড এবং ব্র্যাভো অ্যাপারেলস-এর শ্রমিকরা এই কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।
পরে দুপুরে শিল্প পুলিশের পক্ষ থেকে আলোচনার জন্য আগামীকাল পর্যন্ত সময় চেয়ে নেওয়া হলে দুপুর ২টার দিকে শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করে যার যার মতো বাসায় চলে যান।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সমস্যা সমাধানে আলোচনার জন্য আমরা শ্রমিকদের থেকে আগামীকাল পর্যন্ত সময় চেয়ে নিয়েছি। এরপর তারা যার যার বাসায় চলে যান। আপাতত পরিস্থিতি শান্ত আছে।"
আগামীকাল শ্রমিক প্রতিনিধি ও মালিকপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।
বিক্ষুব্ধ শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ, হাজিরা বোনাস বাড়িয়ে ১,০০০ টাকা করা, ১৫ শতাংশ বেতন বৃদ্ধি, বাৎসরিক ১৮ দিনের ছুটির টাকা একসঙ্গে প্রদান, ৬ মাস অন্তর ঈদ বোনাস প্রদান, স্টাফ কর্তৃক শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ বন্ধ করা, শ্রমিকদের নামের কালো তালিকা তৈরি বন্ধ করা, চাকরি থেকে বরখাস্ত করা হলে ৩ মাস ১৩ দিনের বেতন পরিশোধ এবং টিফিন ও নাইট বিল বাড়ানোসহ বিভিন্ন ইস্যু।
এর আগে, আন্দোলনরত শ্রমিকরা জানান, কোনো শ্রমিক বা স্টাফের ওপর হয়রানি, অত্যাচার ও নিপীড়ন করা যাবে না। অফিসের প্রশাসন বিভাগের কমপ্লায়েন্স কোনো কোম্পানির আওতায় থাকতে পারবে না। শ্রমিক ও স্টাফ প্রতিনিধিদের ন্যায্য দাবি গুরুত্ব সহকারে মেনে নিতে হবে। দাবি মেনে নিয়ে আনুষ্ঠানিকভাবে নোটিশ জারি করতে হবে।
একই সাথে, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।