কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যার পর বিচ্ছিন্ন হাত নিয়ে হাঁটছিল হামলাকারী
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, নিহতের একটি হাতও কেটে নেওয়া হয়। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার ওলানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে আজ রোববার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ছবিতে দেখা যায়, অভিযুক্ত হামলাকারী এক হাতে চাপাতি ও আরেক হাতে নিহতের কাটা হাত নিয়ে হেঁটে যাচ্ছেন।
নিহত মহিউদ্দিন (৩০) গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোমেন বড়ুয়া বলেন, মহিউদ্দিন গৌরীপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মহিউদ্দিনকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা তাদের।
এদিকে ছবির ওই যুবককে শনাক্ত করা গেছে উল্লেখ করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ প্রধান জানান, হত্যাকাণ্ডের পর কাটা হাত নিয়ে হাঁটতে দেখা যুবকসহ আরও দুয়েকজনের নাম জানা গেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়াছিন আহমেদ বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাত কেটে নেওয়া যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে।