লাঠিটিলা সংরক্ষিত বনে প্রস্তাবিত সাফারি পার্কের পরিবেশগত প্রভাব যাচাইয়ে কমিটি
মৌলভীবাজারের জুড়ী রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বনে প্রস্তাবিত বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্পের পরিবেশগত প্রভাব যাচাই করবে সরকার। এজন্য গঠন করা হয়েছে চার-সদস্য বিশিষ্ট একটি কমিটি।
সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। এবিষয়ে তাঁদের সুপারিশসহ ১৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি।
সম্প্রতি এনিয়ে জারি করা পরিবেশ মন্ত্রণালয়ের একটি সার্কুলার দেখেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
লাঠিটিলা অভয়ারণ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে বিভিন্ন সুপারিশ করার দায়িত্বও পেয়েছে কমিটি।
কমিটির সদস্যদের মধ্যে আছেন – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজ এবং আরণ্যক ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক ফিরোজ উদ্দিন আহমেদ।
এ ছাড়া বন অধিদপ্তরের বন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের সংরক্ষক ইমরান আহমেদকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
এবছরের ২১ আগস্টে জারি করা পরিবেশ মন্ত্রণালয়ের সার্কুলার অনুসারে, পরিবেশবাদী ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের আপত্তি উপেক্ষা করে ২০২৩ সালের ৯ নভেম্বরে একনেক সভায়– লাঠিটিলা বনে প্রস্তাবিত সাফারি পার্ক প্রকল্পটি শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত প্রকল্পটি ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে বরাদ্দহীন অনুমোদনহীন প্রকল্পগুলির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
'বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (প্রথম পর্যায়)' শীর্ষক প্রস্তাবিত এ প্রকল্পের বাস্তবায়ন বন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে কি-না, তা যাচাই করবে কমিটি। একইসঙ্গে বন ও জীব জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে নানান সুপারিশ করবে।
এসব বিষয়ে স্থানীয়দের সাথে আলোচনা করে পরিবেশ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে কমিটি। এছাড়া, সংশ্লিষ্ট কাউকে প্রয়োজনে কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে।