আশুলিয়ায় আজও চলছে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আটক দুই
ঢাকার আশুলিয়ায় বিভিন্ন দাবিতে আজও রাস্তায় নেমেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থিত কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে এই বিক্ষোভ করছেন।
এদিকে শ্রমিকদের বিক্ষোভের মুখে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশের একটি সূত্র। তবে ঠিক কতগুলো পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে সেই সংখ্যাটি জানা যায়নি।
এদিকে একটি গার্মেন্টসের শ্রমিকেরা পলাশবাড়ী এলাকায় সকাল ১১.২০ এর দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন। অন্যদিকে শ্রমিকদের ছোড়া ইট পাটকেলে শিল্প পুলিশের কর্মকর্তা ও সদস্য আহত রয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরির অভিযোগে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্থানীয় জনতা দুই জনকে আটক করে শিল্প পুলিশের কাছে হস্তান্তর করেছে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম।
তিনি বলেন, "গতকালের তুলনায় আজ পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে। সকালে অধিকাংশ কারখানার শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। তবে হাতে গোনা কয়েকটা কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে সেসব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।" এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানার কার্যক্রম চালু রাখতে শিল্প পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা যৌথভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।