বিচার বিভাগের সংস্কারে ২১ সেপ্টেম্বর রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি
বিচার বিভাগ সংস্কারের জন্য আগামী ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ একটি রোডম্যাপ তুলে ধরবেন।
এতে বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে আগামী ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অভিভাষণ প্রদান করবেন। অভিভাষণে তিনি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন।