সরকারি অর্থায়নে প্রতিষ্ঠানের নামকরণে আইনি কাঠামো তৈরিতে কমিটি গঠন
সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণের ক্ষেত্রে আইনি কাঠামো তৈরির জন্য 'উপদেষ্টা পরিষদ কমিটি' গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কমিটি সরকারি প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের জন্য একটি আইনি কাঠামো প্রণয়ন করে সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করবে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে
আরও বলা হয়েছে, গত ২২ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদনের সময় সরকারি অর্থে স্থাপিত প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের বিষয়টি আলোচনায় আসে। এই অধ্যাদেশের মাধ্যমে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে সাবেক প্রধানমন্ত্রীর নাম বাদ দেওয়া হয়েছে।
ওইদিন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, জনগণের অর্থ ব্যয় করে কোনো প্রকল্প হলে তার নামকরণ কী নীতি অনুসরণ করে করা হবে, সেটার বিষয়ে সরকার কাজ করবে। একটা পর্যায়ে এটাকে একটি আইনি কাঠামোর মধ্যেই আনতে হবে। যাতে জনগণের টাকায় যেটা হবে, তা যেন জনমতের প্রতিফলন ঘটে। এটা এমন কোনো নামকরণ না হয়, যা ফ্যাসিবাদকে উসকে দিতে না পারে।
নামকরণের নীতিমালা হতে পারে, আইনও হতে পারে বলেও জানিয়েছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বাংলাদেশে সরকারি অর্থে প্রতিষ্ঠিত স্থাপনা ও প্রতিষ্ঠানের নামকরণ বিষয়ে কোন বিধি-বিধান নেই। সরকারগুলো নিজ দলের গুরুত্বপূর্ণ নেতাদের নামে বৃহৎ স্থাপনাগুলোর নামকরণ করে আসছে। এমনকী জীবিত নেতাদের নামেও বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানের নামকরণ করা হচ্ছে। সরকার বদল হওয়ার বিভিন্ন প্রতিষ্ঠান বা স্থাপনার নাম পাল্টে যাওয়ারও নজির রয়েছে। এ প্রেক্ষাপটেই আইনী কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।