ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএনএম এমরান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
আগরওয়ালাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গতকাল, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আগরওয়ালার বিরুদ্ধে অর্থ পাচার এবং সোনা ও হীরা পাচারের অভিযোগে তদন্ত শুরু করে।
সিআইডির মিডিয়া উইং থেকে সিআইডি কর্মকর্তা আজাদ রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটকে তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, "আমরা বিভিন্ন সোর্স থেকে তার (আগারওয়ালার) বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ পেয়েছি। আমরা এগুলো তদন্ত করছি।"
সিআইডি সূত্রে জানা গেছে, দেশজুড়ে বিভিন্ন জেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুমে দীর্ঘদিন ধরে আসল হিরার বদলে উন্নতমানের কাচ হিরা বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছেন আগরওয়ালা। এছাড়া, তিনি দুবাই-সিঙ্গাপুরে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণের সঙ্গেও জড়িত।
একইসঙ্গে, তার বিরুদ্ধে কলকাতায় ৩টি জুয়েলারি দোকান, ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখছে সিআইডি।
তিনি অবৈধভাবে ৪০ কোটি টাকা বিনিয়োগ করে একটি ব্যাংকের পরিচালক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
আগরওয়ালা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সাবেক পরিচালক ও সহ-সভাপতি।
একইসঙ্গে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য।
অর্থনীতিতে অবদানের জন্য, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে 'কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসোন' (সিআইপি) হিসাবে ঘোষণা করে।