টানা বৃষ্টিতে ঢাকার রাস্তায় জলাবদ্ধতা, যানজটে বিপর্যস্ত যাত্রীরা
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে। সকাল সাড়ে ৭টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলে। সকাল সাড়ে ৯টার দিকে অবশ্য বৃষ্টি কমে এসেছে।
তবে টানা বৃষ্টির কারণে ঢাকার বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে যান চলাচল ব্যবস্থা ভেঙে পড়েছে।
ভোরে ধানমন্ডি, মিরপুর, আদাবর, কাঁঠালবাগান, শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরী বাজার, বংশাল, বকশীবাজার, তেজগাঁও, তেজকুনিপাড়া ও বসুন্ধরা এলাকার রাস্তাঘাট হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতা ও যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও স্কুলগামীরা।
কারওয়ানবাজার এলাকার অবস্থা আরও খারাপ। এ এলাকায় কোমরসমান পানি জমে থাকতে দেখা গেছে।
ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের অনেক জায়গায় আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় গতকাল বিকেলে বৃষ্টি হয়েছে এবং সারা রাত ছাড়া ছাড়া বৃষ্টি হলেও ভোর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়।