ধানমন্ডি থেকে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাবেক এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবির সিনিয়র যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঞ্জু অতীতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানান রবিউল হোসেন।