স্পিকার পদ থেকে পদত্যাগ করলেন শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছেন শিরীন শারমিন চৌধুরী।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবন সূত্র।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর ২৭ দিন পর পদত্যাগ করলেন সাবেক স্পিকার শিরীন শারমিন।
২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার হন তিনি। এরপর থেকে টানা একই পদে বহাল ছিলেন।
২০১৪ সালের জাতীয় নির্বাচনে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শিরীন শারমিন।
এদিকে, ছাত্র আন্দোলনের সময় গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেশজুড়ে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। এরমধ্যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে।
রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় গত ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই হত্যা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনকে আসামি করা হয়। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার।
এই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।