ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলা: গাইবান্ধা থেকে একজন গ্রেপ্তার
শনিবার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের লাঞ্ছিত করা ও ভাংচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সঞ্জয় পাল জয় নামের ঐ যুবককে আজ (২ সেপ্টেম্বর) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানিয়েছে।
শনিবার ঢামেকের তিনজন নিউরোসার্জারি চিকিৎসককে লাঞ্ছিত করা হয় এবং জরুরি বিভাগ ভাংচুর করা হয়।
ঢামেকের চিকিৎসকরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত করেছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
অভিযুক্তদের গ্রেফতার না করায় রবিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে জরুরি পরিষেবা বন্ধ করে ধর্মঘট শুরু করেন তারা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেওয়ার পর চিকিৎসকরা তাদের দেশব্যাপী ধর্মঘট আজ রাত ৮টা পর্যন্ত স্থগিত করতে সম্মত হন।
এদিকে, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) হাসপাতালটির অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। অপর আসামিরা হলেন: সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন। এছাড়াও মামলায় অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহসানুল হক দীপ্ত নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা রয়েছে বলে দাবি করেন বিইউবিটির শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে ঐ শিক্ষার্থীদের বিরুদ্ধে।