গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন-খুলনার সদরের টুটপাড়ার এলাকার তহুরা বেগম (৬৫) এবং তার মেয়ে তানিয়া আফরোজ (২৮), গোপালগঞ্জ সদরের মোতালেব শেখের ছেলে রইছ শেখ (২৪), সাতক্ষীরা সদরের সৈয়দ এরশাদ আলীর ছেলে মামশাদ আলী (৩১), বাগেরহাটের সামাদ গাজীর ছেলে সাইদুর রহমান (৪৪) এবং বাগেরহাটের মোল্লারহাটের হাসিব মোল্লার ছেলে সাগর মোল্লা (২৪)।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলে পাঁচ জন নিহত হন। আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত একজন মারা যান।
জানা যায়, দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর হাইওয়ে পুলিশ রেকার দিয়ে গাড়ি দুটিকে উদ্ধার করে ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যায়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, 'নিহতদের পরিচয় পাওয়ার পর স্বজনদের কাছে মরদহ হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান। '
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাসেদুজ্জামান বলেন, 'ক্ষতিগ্রস্তদের আর্থিকভাবে সহায়তার জন্য আমরা প্রস্তুত আছি।'