১০ দিনে লক্ষ্মীপুরে চিকিৎসা নিয়েছেন সাপে কাটা ১১২ রোগী
লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় সাপের উপদ্রুপ দেখা দিয়েছে। গত ১০ দিনে জেলার বিভিন্ন স্থানে ১১২ জনকে সাপে কামড়ানো ১১২ জন রোগীকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন (সিএস) আহাম্মদ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এরমধ্যে সদর হাসপাতালে ৮০ জন, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, রামগঞ্জে ১৪, কমলনগর ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন (সিএস) আহাম্মদ কবীর বলেন, এ ধরনের রোগীদের সেবা দেওয়ার জন্য আমাদের কাছে পর্যাপ্ত (অ্যান্টি-ভেনম) ইনজেকশন রয়েছে। এপর্যন্ত ১১২ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাপে কামড়ালে রোগীকে যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসতে জনসাধারণের প্রতি অনুরোধ করেছেন তিনি।