গুমের ৯৭ দিন, মিথ্যা মামলায় ১১ মাসের জেল: এক শিক্ষার্থীর ভয়াল অভিজ্ঞতার বর্ণনা
২০২২ সালের ১১ এপ্রিল রাজধানীর মিরপুরের সনি সিনেমা হলের সামনে থেকে নিখোঁজ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী রিফাত আহমেদ চৌধুরী।
এর পর তিন মাসেরও বেশি সময় রাজধানীর ডিবি অফিসে তাকে বন্দি রাখা হয় বলে অভিযোগ ওঠে। পরে তাকে একটি মিথ্যা মামলায় কারাদণ্ড দেওয়া হয়।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) আয়োজিত নাগরিক সভায় এসব কথা বলেন সাকিব বিন কামাল। সভায় তার মতো বিভিন্ন বয়সের ১০ জন শিক্ষার্থী ও পেশাজীবীও তাদের এমন অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
রিফাত বলেন,'আমাকে একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে ডিবি অফিসের একটি কক্ষে ৯৭ দিন আটকে রাখা হয়। এসব দিনে আমাকে অত্যন্ত নোংরা খাবার দেওয়া হতো ও মানসিক নিপীড়ন করা হয়। একপর্যায়ে একটি সাজানো মামলায় যাত্রাবাড়ী থানায় গ্রেপ্তার করে ১১ মাস জেলে বন্দি রাখে।'
রিফাত ওই সময় বিইউবিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রিফাত আরো বলেন, '৯৭ দিন আটকে রাখার পর ১৬ জুলাই যাত্রাবাড়ী থানায় একটি সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়। ১৭ জুলাই আদালতে হাজির করে আমাকে প্রথমে কেরানীগঞ্জ ও পরে কশিমপুর কারাগারে রাখা হয়। ১১ মাস পর আমি জামিনে মুক্তি পেয়েছি।'
এ সময় আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার সারওয়ার হোসেইন, কবি মুহিব খান এবং সিএআই এর আহ্বায়ক শের মুহাম্মাদ সাঈদ প্রমুখ।