চট্টগ্রামের অক্সিজেন-কুয়াইশ সড়কে দুজনকে গুলি করে হত্যা
গতকাল (২৯ আগস্ট) রাতে চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় অক্সিজেন-কুয়াইশ সড়কে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন: মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)।
তারা দুজনই হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশের বাসিন্দা এবং দুজনই আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তারা হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর ঘনিষ্ঠভাজন ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে কায়সার ও আনিস রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
তারা অক্সিজেন-কুয়াইশ সড়কের নাহার কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুজন তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়।
দুজনই গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুলি করার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়।
আহতদের সাহায্য করতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তবে আনিস ঘটনাস্থলেই মারা যান এবং কায়সার নিকটবর্তী হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই মারা যান।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা বলেন, "প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে গুলি চালানো হতে পারে।"
তিনি বলেন, "পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং বন্দুকধারীদের ধরতে অভিযান চালাচ্ছে।"