বিকালে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে বৈঠকে বসছেন মির্জা ফখরুল
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সাথে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে এক বৈঠকে বসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে মির্জা ফখরুল বৈঠকে যোগ দেয়ার রওনা দিয়েছে বলে বিএনপি মিডিয়া সেল সদস্য শাইরুল কবির খান টিবিএসকে নিশ্চিত করেছেন।
জাতীয় নির্বাচনের জন্য গত কায়েক দিন ধরে বিএনপি বর্তমান আন্তর্বর্তী সরকারের ওপর চাপ দিয়ে যাচ্ছে।
গতকাল বুধবারও মির্জা ফখরুল অতিদ্রুত নির্বাচন দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেন এবং বর্তমান সরকারকে সংস্কার পরিচালনা করার জন্য একটি রোডম্যাপ প্রকাশ করার আহ্বান করেন।