১৭ মিলিয়ন ডলার বিনিয়োগে জামালপুরে পোশাক কারখানা গড়ে তুলবে সিম গ্রুপ
সিম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিম ফ্যাব্রিকস লিমিটেড, জামালপুর অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি ডেনিম পোশাক খারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
এ লক্ষ্যে বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সিম ফ্যাব্রিকস লিমিটেডের মধ্যে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে মোট ৫ একর জমি বরাদ্দে চুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীর বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বেজা'র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমান এবং সিম ফ্যাব্রিকসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজা'র এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. মো. সারওয়ার বারী।
বেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৫ একর জমিতে প্রায় ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করে কারখানা গড়ে তুলবে সিম ফ্যাব্রিকস লিমিটেড। যেখানে প্রায় ২৫০ জনের কর্মসংস্থান হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির বিনিয়োগের মূল ক্ষেত্র হল, ডেনিম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। বরাদ্দকৃত জমিতে শিল্প নির্মাণের পাশাপাশি প্রশাসনিক ভবনসহ অন্যান্য স্থাপনা গড়ে তোলা হবে।
উল্লেখ্য, সিম ফ্যাব্রিকস লিমিটেড নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ২০ একর জমিতে উইভেন, টাওয়েল, টেক্সটাইলসহ একটি কম্পোসিট ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে এবং এই শিল্প প্রতিষ্ঠানে ৫,০০০ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
মোজাফফর হোসেন জানান, বেজা'র পরিকল্পিত শিল্পায়নের অংশ হতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। তিনি আরও বলেন, পরিষেবা সংক্রান্ত সকল সুবিধা নিশ্চিত হলে তার প্রতিষ্ঠান দ্রুত নির্মাণ কাজ শুরু করতে আগ্রহী।
বেজা'র এক্সিকিউটিভ চেয়ারম্যান সারওয়ার বারী বলেন, দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান সিম ফ্যাব্রিকস লিমিটেডের পরিচালক তার অভিজ্ঞতার আলোকে নতুন উদ্যোগকে আরও সমৃদ্ধ করবেন বলে বেজা আশা করে। তিনি প্রতিষ্ঠানটিকে তাদের উন্নয়ন কার্যক্রম দ্রুত শুরু করার জন্য আহ্বান জানান। নির্বাহী চেয়ারম্যান বলেন, বেজা বাংলাদেশে বিনিয়োগ-বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে।
তিনি উল্লেখ করেন, জামালপুরে একটি স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলার জন্য ইউটিলিটিসহ সকল সুবিধা বিনিয়োগকারীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। এই অঞ্চল উন্নয়নের ফলে প্রত্যন্ত এলাকার মানুষ শিল্পায়নের সুবিধা ভোগ করবে বলে উল্লেখ করেন তিনি।
বেজা সূত্রে জানা গেছে, জামালপুর অর্থনৈতিক অঞ্চল ময়মনসিংহ বিভাগে বাস্তবায়নাধীন সর্বপ্রথম সরকারি অর্থনৈতিক অঞ্চল। জোনটি সর্বমোট ৪৩৬ একর জমির উপর প্রতিষ্ঠিত হবে। জোনটির সফল বাস্তবায়নে প্রত্যক্ষভাবে প্রায় ৩২,০০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জোনটি কৃষি ভিত্তিক শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস ছাড়াও বিভিন্ন শিল্পের জন্য উপযুক্ত বলে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ অঞ্চলে গ্যাস সংযোগ লাইন, ৩৩/১১ কেভিএ বিদ্যুৎ সাব-স্টেশন, প্রশাসনিক ও ডরমেটরি ভবন, ভূমি উন্নয়ন, গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এই অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনে এখন পর্যন্ত ২০টি প্রতিষ্ঠানের সাথে লিজ চুক্তি স্বাক্ষর হয়েছে।