গুলশান থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে রাজধানীর গুলশান-১ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার দিবাগত রাত রাত ১টা ১০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান রাত দেড়টার দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমরান বলেন, "রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুয়েলারি শ্রমিক মুসলিম উদ্দিন মিলনকে হত্যার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।"
মামলার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।