সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূতের পদ থেকে সরিয়ে দিলো বিএসইসি
শেয়ার কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ বিবেচনায় নিয়ে বুধবার (২৮ আগস্ট) বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে না রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শেয়ার কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ বিবেচনায় নিয়ে বুধবার (২৮ আগস্ট) বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৭ সালে তৎকালীন বিএসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত করেছিলেন।