সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের দ্বারস্থ হলেন আইনজীবী
সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ী ও ক্রিকেটার সাকিব আল হাসানের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী আজ (২৮ আগস্ট) এ আবেদন করেন।
তিনি সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজারে ১০৪ কোটি টাকার অপব্যবহার, জুয়া খেলা, স্বর্ণ চোরাচালান, কাঁকড়া ব্যবসায়ীদের প্রতারণা করে অর্থ আত্মসাৎ এবং ক্রিকেটে দুর্নীতির অভিযোগ আনেন।
আবেদনে আইনজীবী বলেন, 'যেহেতু অভিযোগগুলো সুনির্দিষ্ট এবং নথিভুক্ত, তাই সাকিব আল হাসানসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।'
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় সাকিবের নামে মামলা করা হয়।
হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার ২৮ নম্বর আসামি করে গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।