সাবেক এমপি-মন্ত্রী ও সচিবদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত
সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য (এমপি), বাধ্যতামূলক অবসরে যাওয়া ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সচিবদের জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও বাধ্যতামূলক অবসরে যাওয়া ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সচিবদের লাল/সরকারি পাসপোর্ট বাতিল করতে পাসপোর্ট অধিদপ্তরকে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।'
তিনি জানান, 'তবে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত সচিব পর্যায়ে স্বাক্ষরিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ক ফাইলে চূড়ান্ত সই করবেন।'