কালো টাকা সাদা করার অনুমোদন ‘অগ্রহণযোগ্য’: পাচারকারীদের দমনের অঙ্গীকার এনবিআর চেয়ারম্যানের
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, রাজস্ব ফাঁকি বা মানি লন্ডারিং-সংক্রান্ত অপরাধী যে-ই হোক, তদন্তের মাধ্যমে দোষীদেরকে কঠোরভাবে দমন করা হবে।
তিনি বলেন, 'বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) অপরাধীদের বিষয়ে কাজ করছে। আমরাও বসে থাকব না। আমরা স্ট্রংলি এ বিষয়গুলো দেখব।'
একইসঙ্গে এ ধরনের দুর্বৃত্ত যাতে তৈরি না হয়, সেদিকে নজর রাখা হবে বলে জানান তিনি। মূলত 'রুল অভ ল' না থাকার কারণে এ ধরনের বড় অনিয়মকারী তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন আব্দুর রহমান।
এনবিআর চেয়ারম্যান হিসেবে নতুন করে দায়িত্ব পাওয়ার পর রোববার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন
এ সময় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গে আব্দুর রহমান বলেন, 'কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া অগ্রহণযোগ্য। এই সুযোগ দেওয়ার মাধ্যমে আমরা দুর্নীতিকে গ্রহণ করছি এবং সৎ করদাতাদের ডিমরালাইজ করছি। আমি ব্যক্তিগতভাবে এই ব্যবস্থার বিপক্ষে।'
এনবিআর চেয়ারম্যান সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি করদাতাদের প্রতি সহনশীল আচরণ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। একই সঙ্গে যেকোনো অনিয়মের বিরুদ্ধেও তার অবস্থান স্পষ্ট করেন।