একতরফা নির্বাচনী-ট্রেনের দুর্ঘটনা অনিবার্য: রিজভী
সকলের প্রত্যাশার একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগ আরেকটি 'ভোট ডাকাতির উৎসব' আয়োজনের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী।
'ওবায়দুল কাদের ও তার দলের লোকজন ভোট ডাকাতির জন্য নির্বাচনী ট্রেনে চড়তে জনগণ থেকে বিচ্ছিন্ন বিভিন্ন দলের লোকদের ভাড়া করেছে — এ ট্রেনকে গন্তব্যে পৌঁছাতে দেওয়া হবে না। ফ্যাসিবাদী নির্বাচনী মডেল বন্ধ করুন এবং জনগণের দাবি মেনে নিন। অন্যথায় পতন অনিবার্য,' শুক্রবার (১ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন।
এর আগে আজ এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গন্তব্যে না পৌঁছা পর্যন্ত বিরোধী দল বা কোনো বাধার কারণে 'নির্বাচনী ট্রেন' লাইনচ্যুত হবে না।
ভার্চুয়াল কনফারেন্সে রিজভী বলেন, 'বাংলাদেশে যে তথাকথিত নির্বাচনের পাঁয়তারা চলছে তা ভোটার ও জনগণের জন্য নয়। এটি সরকারের আরেকটি কদর্য রাজ্যাভিষেকের উৎসব হতে চলেছে।'
রিজভী দাবি করেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ইতোমধ্যেই জানে যে, সরকার আরেকটি 'প্রহসনমূলক' নির্বাচন করতে যাচ্ছে।
'এই কারণে জাতিসংঘ ঘোষণা করেছে যে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না। অন্য সব গণতান্ত্রিক রাষ্ট্রও আগ্রহ হারিয়েছে।'
রিজভী আরও বলেন, সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে এবং বিএনপি জোটের কয়েকটি দলকে 'প্রহসনমূলক' নির্বাচনে অংশ নিতে প্রলুব্ধ করেছে।