নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত রওশন এরশাদের
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। গতকাল (বুধবার) রাতে ঢাকার গুলশানের বাসায় নিজ অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন।
রওশন এরশাদ বলেন "আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম।"
তবে বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতা কর্মীদের মনোনয়ন দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এই সংক্রান্ত লিখিত বক্তব্যটি নিজেই পাঠ করেন রওশন এরশাদ। তবে সাংবাদিকদের কোনো প্রশ্ন তিনি নেননি।
শেষে সাংবাদিকদের রওশন এরশাদ বলেন, "জাতীয় পার্টি দলের নেতাদের অবমূল্যায়ন করার কারণে নির্বাচণে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।"
অন্যদিকে রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদকে মনোনয়ন ফরম দিতে গতকাল রাত নয়টা পর্যন্ত দলীয় কার্যালয়ে ছিলেন কর্মকর্তারা। তবে এখনো পর্যন্ত তারা কেউই দলের পক্ষ থেকে মনোনয়ন নেননি।
ধারণা করা হয়েছিল যে, রওশন এরশাদ এবার ময়মনসিংহ-৪ আসন থেকে নির্বাচন করবেন। যদিও জাপার পক্ষ থেকে সে আসনটি তার জন্য এখনো খালি রাখা হয়েছে। শেষ পর্যন্ত রওশন দলীয় মনোনয়ন ফরম না নিলে সেখানে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। গত রোববার ২৮৭টি আসনে মনোনয়ন চূড়ান্ত করে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে দলটি।