৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ, পোটনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) আমদানি করা ইউরিয়া সারের মধ্যে ৫৮২ কোটি টাকা মূল্যের প্রায় ৭২,০০০ মে. টন সার আত্মসাতের ঘটনায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করলো দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুজ্জামান কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন, মহাব্যবস্থাপক মো. নাজমুল আলম বাদল, প্রতিষ্ঠানটির উত্তরবঙ্গ প্রতিনিধি মো. সোহবার হোসেন এবং খুলনা ও নওয়াপাড়া প্রতিনিধি মো. আতাউর রহমান।
পোটন ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল আশরাফ খান পোটন।
বিসিআইসি ২০২১-২২ অর্থবছরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ লাখ ৯৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করে। এই সার পরিবহনে জড়িত পোটন ট্রেডার্স ৭১,৮০১ টন সার আত্মসাৎ করে বলে বিসিআইসির তদন্তে ধরা পড়ে।
হাইকোর্টের এক নির্দেশনায় দুদককে বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়। যার প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে মামলা দায়ের করলো দুদক।
এর আগে গত মে মাসে রাসায়নিক সার আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় পোটন ট্রেডার্সের বিরুদ্ধে ১,১৬৩ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করে বিসিআইসি।