আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর তালিকা থেকে বাদ পড়লেন তিন প্রতিমন্ত্রী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি একাদশ সংসদের তিন প্রতিমন্ত্রী।
এরা হলেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিগত সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তাঁর জায়গায় এবার মনোয়ন পেয়েছেন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিপ্লব হাসান পলাশ। তিনি বর্তমানে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য।
একাদশ জাতীয় সংসদে ময়মনসিংহ-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচিত হন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন আব্দুল হাই আকন্দ। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান।
এ ছাড়া, খুলনা-৩ আসনে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকে।