৬ষ্ঠ দফা অবরোধ: সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি, র্যাবের ৪৩২ টহল দল মোতায়েন
চলমান ৪৮ ঘণ্টা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪৩২টি টহল দল মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া, অবরোধ চলাকালে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে ৪৩২টির মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে র্যাব ফোর্সেসের ১৪৮টি টহল দল; বাকিদের মোতায়েন করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে।
এদিকে, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র্যাব।
এছাড়া, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।