মিরপুরে বাস পোড়ানোর ঘটনায় ‘বিরোধী দলের’ ৪ কর্মী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে ১৮ নভেম্বর বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সোমবার (২০ নভেম্বর) ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলেন- আল মোহাম্মদ চাঁন (২৭), মো. সাগর (২৫), মো. আল আমিন ওরফে রুবেল (২৯) এবং মো. খোরশেদ আলম (৩৪)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতদিন রাতে মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'তারা একটি বিরোধী দলের কর্মী। তাদের মধ্যে একজন তাদের দলের শীর্ষ নেতাদের নির্দেশে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল।'
১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।