মিরপুরে বিআরটিসি বাসে আগুন
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ছবি- টিবিএস
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে আজ (২০ নভেম্বর) রাজধানীর মিরপুর-১০ এ একটি দ্বিতল বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম।
তিনি জানান, দুপুর ২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পৌঁছে ২টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
বাসটির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে।
তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।