দ্রুতই ডিজিটাল ল্যান্ড সার্ভে সম্পন্ন হবে: ভূমিমন্ত্রী
শীঘ্রই বাংলাদেশ ডিজিটাল ল্যান্ড সার্ভে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, "ল্যান্ড জোনিং করা হচ্ছে, ডিজিটাল সার্ভে শুরু হয়েছে পটুয়াখালী অঞ্চলে।"
সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সোমবার (২০ নভেম্বর) তিনি এসব কথা বলেন।
ভূমি ডিজিটাল সেবা নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, "ভূমি করসহ অন্যান্য সেবা ফি অনলাইনে পরিশোধ করা যাচ্ছে। তবে এটাও সত্য মাঠ পর্যায়ে সমস্যা আছে। রাতারাতি ঠিক হবে না।"
তিনি বলেন, "সরকার অনেক কাজ করেছে। মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পদ্মাসেতু সহ বড় অবকাঠামোর সুবিধাভোগী পুরো দেশবাসী। বাংলাদেশের প্রবৃদ্ধি এসব অবকাঠামো টেকসই করবে।"
"তবে একথা সত্য যে নিত্যপণ্যের দাম বেড়েছে। মানুষের কষ্ট হচ্ছে। এর জন্য দেশীয় কারণের পাশাপাশি আন্তর্জাতিক কারণও রয়েছে। করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধ পণ্যমূল্যকে প্রভাবিত করেছে। আগামীতে পণ্যমূল্য কমে আসবে।"
চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, "হরতাল আর এ দেশে নেই। হরতাল মরে গেছে। রাস্তাঘাট দেখে মনে হচ্ছে না কোথাও হরতাল আছে। মানুষ নির্বাচনমুখী। মানুষ নির্বাচন পেলে আর বসে থাকে না।"