রাজশাহীতে একই রাতে ২ বাসে আগুন
দুর্বৃত্তদের ছোঁড়া আগুনে একই রাতে রাজশাহীতে পুড়লো দুটি বাস। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১৯ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর পুঠিয়া সড়কের ধোপাপাড়া এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, বাসটি কিষোয়ান কোম্পানির কর্মচারীদের নিয়ে চলাচল করতো। রাতে নাটোর থেকে কর্মচারীদের এনে তাহেরপুরে রেখে বাসটি আবার পুঠিয়া আসছিলো। পুঠিয়ার ধোপাপাড়া এলাকায় এলে কতিপয় দুর্বৃত্ত বোতলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
আগুন জ্বলতে দেখে বাসের চালক ও হেলপার গাড়ি থামিয়ে নেমে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা আসতে আসতে বাসের ভেতরের অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ মামলা করলে মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী উদপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
এতে বাসের ভেতরে সিটগুলো পুড়ে গেছে। তবে কেউ আহত হয়নি।
গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, "বাসটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। সন্ধ্যার পর বাসটি গোদাগাড়ীর উদপুরে থেমে থাকা অবস্থায় বাসের ভেতরে দুর্বৃত্তরা কিছু একটা ফেলে আগুন জ্বালিয়ে দেয়। এতে বাসের ভিতরে সিটগুলো পুড়ে যায়।"
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এতে কেউ আহত হননি।
ওসি বলেন, বাসের চালক বাসে যাত্রী থাকার কথা বললেও তারা কাউকে পাননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।