গোপালগঞ্জ-৩ আসনে ফরম সংগ্রহের মাধ্যমে মনোনয়ন বিক্রির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজের ফরম কিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর দলের কেন্দ্রীয় নেতারা ফরম কেনেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তার পক্ষে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
দলের সভাপতি বের হয়ে যাওয়ার পর থেকে মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
টানা চারদিন (১৮-২১ নভেম্বর) অনলাইনে ও সরাসরি কার্যালয় থেকে দলটির মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে।
এর আগে বুধবার (১৫ নভেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
রাজনৈতিক দলগুলো ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে।
১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নের বিরুদ্ধে আপিল জমা দেওয়া যাবে এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করতে চাউলে ১৭ ডিসেম্বরের মধ্যে করতে হবে।
রাজনৈতিক দলগুলো ১৮ ডিসেম্বরের মধ্যে প্রতীক বণ্টন করতে পারবে এবং ওইদিনই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রচারের সময়কাল ৫ জানুয়ারি সকাল ৮টায় শেষ হবে।