ডলার সংকট, রাজনৈতিক অস্থিরতায় এডিপিতে অর্থ ব্যয় কমেছে
ডলার সংকট ও রাজনৈতিক অস্তিরতার মধ্যে চলতি অর্থবছরের প্রথম চার মাসে উন্নয়ন ব্যয় গত আট বছরের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকায় আগামী নির্বাচন পর্যন্ত এর হার আরও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দের মাত্র ১১.৫৪% অর্থ ব্যয় করতে সক্ষম হয়েছে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো, যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন।
বাস্তবায়ন পরিবীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এর আগে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম চার মাসে সরকারের এডিপি বাস্তবায়ন হার ছিল ১১.৪৮% ।
সরকারের উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয় কমে যাওয়ার কারণে হিসেবে বিশেষজ্ঞারা বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করছেন।
আইএমইডি আশঙ্কা করছে, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় এবং বৈদেশিক মুদ্রার সংকট দীর্ঘায়িত হওয়ায় আগামী কয়েক মাসে এ ব্যয় আরও কমতে পারে।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, "ডলার সংকটের কারণে এখন অনেক প্রকল্পে বিদেশ থেকে পণ্য কেনা যাচ্ছে না। এছাড়া রাজনৈতিক পরিস্থিতির কারণে ঠিকাদারদের মধ্যে বিল পাবে কিনা তা নিয়ে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ে এডিপি বাস্তবায়নে।"
একই ধরনের মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এর সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরী।
তিনি বলেন, "ঠিকাদারদের মধ্যে এক ধরণের অনাস্থা তৈরি হয়েছে। সরকারের কৃচ্ছ্রতা সাধনের কারণে কাজ করে বিল পাবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে প্রকল্পের বাস্তবায়ন কাজে ধীরগতি তৈরি হয়েছে।"
"এছাড়া রাজনৈতিক সরকারের এখন পুরো মনোযোগ নির্বাচনে দিকে। ফলে তারা উন্নয়ন কর্মকাণ্ড তদারকির চেয়ে নির্বাচনের সংক্রান্ত কাজে বেশি সময় দিচ্ছে। এতে ফলে এডিবি বাস্তবায়ন হার কমছে," আগামী কয়েক মাসও এডিপি বাস্তবায়নে ধীর গতি থাকবে বলে ধারণা করছেন এই অর্থনীতিবিদ।
আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে ১১.১৩%, যা এর আগের বছরে ছিল ১১.৮৮%।
চলতি অর্থবছরের এডিপিতে সরকারি তহবিল থেকে এডিপিতে বরাদ্দ রয়েছে ১,৬৯,০০০ কোটি টাকা। জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ব্যয় হয়েছে ব্যয় হয়েছে ১৮,৮১৩ কোটি টাকা।
২৫টি মন্ত্রণালয় ও বিভাগ সরকারি তহবিল থেকে পাওয়া বরাদ্দের ১০% এর কম অর্থ ব্যয় করতে পেরেছে।
এদিকে বৈদেশিক সহায়তার বরাদ্দ ব্যবহার করছে পারছে না মন্ত্রণালয় ও বিভাগগুলো। আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে বৈদেশিক সহায়তা বরাদ্দের ১২.৬২% অর্থ ব্যয় করতে পেরেছে বাস্তবায়নকারি সংস্থাগুলো।
চলতি অর্থবছরের এডিপি ৯৪,০০০ কোটি টাকা বৈদেশিক সহায়তা ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে প্রথম চার মাসে ব্যয় হয়েছে ১১,৮৬৪ কোটি টাকা বা ৭.৯৮%। গত অর্থবছরে এ হার ছিল ৮.৫৪%।