নির্বাচনী তফসিল ঘোষণার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হতে পারে: জাপা
নির্বাচনের তফসিল ঘোষণার পরও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হতে পারে বলে জানিয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক ঘণ্টা আগে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্বাচনের তফসিলের তারিখ পরিবর্তনের এখতিয়ার রয়েছে এবং অতীতেও এমন নজির আছে।
'নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে, কারণ এটি তাদের জন্য একটি বাধ্যতামূলক দায়িত্ব। তাদেরকে (ইসি) অবশ্যই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং তাদের কাছে এর বিকল্প নেই,' জাপা নেতা বলেন।
চুন্নু আরও বলেন, 'নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ঠিক আছে। তবে তফসিল ঘোষণার আগে সরকার সংলাপের উদ্যোগ নিলে ভালো হতো।'
তিনি বলেন, জাপা নির্বাচনের অনুকূল পরিবেশ চায়।
মুজিবুল হক চুন্নু বলেন, 'আমাদের সকল প্রস্তুতি সত্ত্বেও, বর্তমান সরকারের অধীনে বিভিন্ন নির্বাচনে আমাদের অভিজ্ঞতা ভালো না হওয়ায় আমরা এখনো নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।'
তিনি বলেন, ভোট কারচুপি আওয়ামী লীগের অভ্যাসে পরিণত হয়েছে।