২৮ অক্টোবরের পর থেকে ঢাকায় বিরোধী দলের ১ হাজার ৮১৩ জন আটক
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশের পর থেকে বিভিন্ন বিরোধী দলের মোট এক হাজার ৮১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেওয়া পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা ১৩১টি মামলায় এসব গ্রেপ্তার করা হয়েছে।
২৮ অক্টোবর পুলিশ, ক্ষমতাসীন আওয়ামী লীগ, ও বিএনপির সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হলে বিএনপির সমাবেশ মাঝপথে বন্ধ হয়ে যায়। পরবর্তীসময়ে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের ডাকা দফায় দফায় হরতাল-অবরোধে দেশে সহিংসতা বাড়ে।
নতুন করে রোববার থেকে দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো।
অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতার অভিযোগে ২৬ গ্রেপ্তার: র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে জড়িত মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে বলে শনিবার এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে বাহিনীটি।
২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত র্যাব দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত মোট ৩৫০ জনকে গ্রেপ্তার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।