জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর নেই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক শনিবার (১১ নভেম্বর) মারা গেছেন।
অধ্যাপক ইমদাদুল ভোর ৫টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ট্রেজারার প্রফেসর কামালউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে অধ্যাপক ইমদাদুলকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সম্প্রতি তিনি ঢাকায় ফিরে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সেপ্টেম্বরের শুরুতে ক্যান্সারে আক্রান্ত হন তিনি। ১২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। রেডিওথেরাপি নিয়ে এক মাস পর গত ১২ অক্টোবর বাংলাদেশে ফিরে আসেন তিনি।
একজন বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক ইমদাদুল হক এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালের ১ জুন চার বছর মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি।