বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য: মার্কিন পররাষ্ট্র দপ্তর

বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যুক্তরাষ্ট্র প্রশাসনের লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) ওয়াশিংটনে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বাংলাদেশে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের দাবি যুক্তরাষ্ট্র সমর্থন করে কিনা জানতে চাইলে তিনি বলেন, "যুক্তরাষ্ট্র কোনো দেশেই নির্দিষ্ট কোনো সরকার বা রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করেনা।"
"মার্কিন প্রশাসনের লক্ষ্য হলো এসব নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে হয় তা নিশ্চিত করা," বলেন তিনি।
বেদান্ত প্যাটেল আরও বলেন, 'গত বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে। বাংলাদেশ এমন একটি দেশ, যাদের সঙ্গে আমরা আমাদের সম্পর্ক ও অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী। বাণিজ্য, জলবায়ু, নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আমাদের অংশীদারত্ব অব্যাহত রয়েছে।'