বাড্ডায় বাসে আগুন, মগবাজারে অগ্নিসংযোগের সময় গ্রেপ্তার বিএনপির ২ নেতা
বিএনপি, জামায়াতে ইসলামীর ডাকা অবরোধের দ্বিতীয় দিনে আজ (৯ নভেম্বর) রাজধানীর বাড্ডা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
ঢাকার বাড্ডার শাহজাদপুরের বাঁশতলা এলাকায় দুপুর আড়াইটার দিকে রাইদা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে টিবিএসকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম।
এদিকে, মগবাজারে গাড়িতে আগুন ধরার চেষ্টা করার সময় বোতল ভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড়সহ বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন স্বেচ্ছাসেবক দলের হাতিরঝিল শাখার যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৭) এবং স্বেচ্ছাসেবক দলের হাতিরঝিল শাখার সদস্য সবুজ মিয়া (২৭)।
টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও শিল্প এলাকা জোনের পুলিশের সহকারী কমিশনার আরিফ রাইয়ান।
গতকাল বুধবার (৮ নভেম্বর) থেকে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ পালন করছে বিএনপিসহ সমমনা দলগুলো।