টিসিবি’র জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল, ২৫ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
ট্রেডিং করপোরেশন অভ বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে দেশের এক কোটি দরিদ্র পরিবারের মাঝে ভর্তুকিমূল্যে বিতরণের জন্য আন্তর্জাতিক বাজার থেকে সয়াবিন তেল কিনবে সরকার।
সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। বুধবার (৮ নভেম্বর) এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১ দশমিক ১৬ ডলার, যা বর্তমান বিনিময় দর অনুযায়ী ১৫২ টাকা ৩১ পয়সা।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া টিসিবির মাধ্যমে বিতরণের জন্য মোট ২৫ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে ১০ হাজার টন মসুর ডাল আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এবং বাকিটা স্থানীয়ভাবে সংগ্রহ করা হবে।
সভাশেষে সাঈদ মাহবুব খান বলেন, এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহ করবে ভারতের গ্রিন ন্যাশনাল বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স। এতে সরকারের মোট ব্যয় হবে ১৪১ কোটি টাকা।
তিনি জানান, সরাসরি ক্রয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজার থেকে প্রতি টন ৮৭৫ ডলার দরে ১০ হাজার টন মসুর ডাল সরবরাহ করবে ভারতের আরেকটি কোম্পানি। এতে সরকারের ব্যয় হবে প্রায় ৯৭ কোটি টাকা। প্রতি কেজি মসুর ডাল আমদানিতে ব্যয় হবে ১০১ কোটি ৬৯ লাখ টাকা।
এছাড়া স্থানীয়ভাবে ১৫ হাজার টন মসুর ডাল সরবরাহ করবে বি অ্যান্ড সি ইনকরপোরেশন এবং সেনা কল্যাণ সংস্থা। প্রতি কেজি ১০০ টাকা দরে এতে মোট ব্যয় হবে ১৫০ কোটি টাকা।