নতুন ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান, আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

পোশাক খাতের শ্রমিকদের জন্য মজুরি বোর্ডের ১২,৫০০ টাকা নূন্যতম মজুরির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আশুলিয়ায় বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা।
এতে আজ (৮ নভেম্বর) কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল থেকে সাভারের আশুলিয়ার কারখানা গুলোতে শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগদান করলেও বেলা ১১টা নাগাদ আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কাজ বন্ধ করে দেয়।
এক পর্যায়ে শ্রমিকরা কাজ না করায় কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আসে।
কারখানা থেকে বের হয়ে এসব শ্রমিকদের বড় একটি অংশ নিজ নিজ বাসায় চলে গেলেও আরেকটি অংশ আশুলিয়ার নরসিংহপুর এলাকার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
এই প্রতিবেদন লেখার সময় বেলা ১টা নাগাদ সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নারসিংহপুরের দুয়েকটি কারখানার কিছু শ্রমিক বেলা ১১টা দিকে কাজ বন্ধ করে দিলে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।"
"পরে এর মধ্যে কিছু শ্রমিক সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল, আমরা তাদের বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। এই বিশৃঙ্খলার কারণে কয়েকটি কারখানা আজ ছুটি ঘোষণা করেছে। এছাড়া, সাভার-আশুলিয়ার সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে। অধিকাংশ কারখানা নিয়মিতভাবে কাজ চলছে," বলেন তিনি।
সকাল ৭টা থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এই অঞ্চলের কারখানাগুলোতে সকাল থেকেই শ্রমিকরা স্বাভাবিকভাবে নিজ নিজ কারখানায় কাজে যোগদান করেছেন। দুপুর ১টা পর্যন্ত নরসিংহপুরের ঘটনা ছাড়া আর কোন বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি।
এদিকে, নিরাপত্তার স্বার্থে একালার গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দিতে দেখা গেছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।