'স্মার্ট অন স্ট্রিট পার্কিং' অ্যাপ চালু করল ঢাকা উত্তর সিটি

রাজধানী ঢাকায় গাড়ি পার্কিং সুবিধায় বৈপ্লবিক পরিবর্তন আনতে 'স্মার্ট অন স্ট্রিট পার্কিং' মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় আজ বুধবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ মোবাইল অ্যাপ উন্মোচন করা হয়।
গুলশান-২স্থ ডিএনসিসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
'স্মার্ট অন স্ট্রিট পার্কিং' অ্যাপটি গুলশান এলাকার আটটি বিভিন্ন সড়কে ২০২টি পার্কিং স্পট কভার করবে।
যত্রতত্র পার্কিং সমস্যা দূর করতে ঘণ্টাপ্রতি টাকা পরিশোধ করে এই অ্যাপের মাধ্যমে সড়কের পাশে পার্কিং সুবিধা পাওয়া যাবে।
এই অ্যাপের মাধ্যমে গাড়ির মালিক বা চালক দেখতে পাবেন আশেপাশে কোথায় পার্কিং স্লট ফাঁকা আছে। পরে সেখানে গিয়ে অ্যাপ ব্যবহার করে যে কেউ তাদের গাড়ি পার্কিং করতে পারবেন। অন স্ট্রিট পার্কিংয়ের নাম দেওয়া হয়েছে 'ডিএনসিসি স্মার্ট পার্কিং'।
প্রথম দিকে স্মার্ট পার্কিং সেবার ফি ক্যাশ পেমেন্ট হিসেবে নেওয়া হবে না। এটি পরিশোধ করতে হবে অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক কার্ড দিয়ে। এছাড়া পার্কিং স্থানে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে।
তবে যাদের এসব সুবিধার জন্য ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নেই, তাদের পার্কিং কার্ড দেওয়া হবে। আর সেখান থেকেই পার্কিং চার্জ কেটে নেবে কর্তৃপক্ষ।