বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত, নয়তো লক্ষ্মীপুরের মতো নির্বাচন হবে: মেজর হাফিজ

বিএনপি ভোটে অংশ না নিলে ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুরে যেভাবে নির্বাচন হয়েছে, একইভাবে জাতীয় নির্বাচনও হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
অন্যকোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না সাফ জানিয়ে দিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, "৩১ বছরের রাজনীতিতে বিএনপির হয়েই রাজনীতি থেকে বিদায় নিতে চাই।"
আজ সকাল ১১টায় বনানীতে নিজ বাসভবনে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নিজের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন হাফিজ উদ্দিন আহমেদ।
তথ্যমন্ত্রীর হাসান মাহমুদের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, "বিএনপির গুরুত্বহীন ব্যক্তি হিসেবে আমি নিজেকে দাবি করি। শারীরিক অসুস্থতার জন্য রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছি। রাজনীতি থেকে দুরে অবস্থান করছি। তথ্যমন্ত্রীর বক্তব্য সঠিক নয়। কোন রাজনৈতিক কর্মকাণ্ডে এখন জড়িত নই। শারীরিক কারণে শীঘ্রই রাজনীতি থেকে অবসর নিবো।"
পুলিশের এসকর্ট নিয়ে ৮ বছর পর এলাকায় যেতে পেরেছেন বলে জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, "২৩ বছর ধরে আমি বিএনপির ভাইস চেয়ারম্যান। ড. মোশাররফ ও রফিকুল ইসলাম মিয়া ছাড়া সবাই আমার জুনিয়র। কিন্তু আমি ছাড়া সবাই উপরে উঠে গেছে। আমি পদবীর জন্য রাজনীতি করি না। জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছি। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেছি।"
মেজর হাফিজ বলেন, "২০ সালের ১৪ ডিসেম্বরে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয় আজগুবি ১১টি অভিযোগে। সরকারবিরোধী কর্মসুচিতে অংশ না নিলেও অভিযুক্ত করা হয়েছে। তিন বছর পার হলেও নোটিশের উত্তরের কোন পাল্টা জবাব পাইনি। ৩১ বছর রাজনীতি করে এমন প্রাপ্তি পীড়াদায়ক।"
তিনি বলেন, "আগামী নির্বাচনে শারীরিক কারণে অংশ নেওয়া সম্ভব নয়। জনগণের সাথে কথা বলে রাজনীতি থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো।"
মেজর হাফিজ বলেন, "বিএনপির নির্বাচনে যাওয়া উচিৎ। কেয়ারটেকারের কথা না ভেবে বিকল্প ভাবা উচিৎ। জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিৎ। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। সুষ্ঠু নির্বাচন আদায়ে যে সক্ষমতা লাগে তা নেই বিএনপির।"
সরকারের সমালোচনা করে তিনি বলেন, "দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। জনগণ সুযোগ পেলে সঠিক বিচার করে। ক্ষমতাসীনরা মনে করে উন্নয়নকাজে ভোট পাবে। আসলে মানুষ বিচার করে নিত্যপণ্যের দাম, মতপ্রকাশের স্বাধীনতায়। শুধু উন্নয়ন কাজে ভোট হয় না।"
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, "অনুগ্রহ করে সামাজিক সম্প্রীতির দিকে লক্ষ্য রেখে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন। কারণ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।"
বিএনপি ও অন্যান্য দলের সাথে বসে সুষ্ঠু ভোটের ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "দেশের অবস্থা খারাপ হলে প্রধান দুটি রাজনৈতিক দল দায়ী থাকবে।"
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে হাফিজ বলেন, "দলের সংস্কার করতে হবে। ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে।"
হাজার হাজার কোটি টাকা পাচারকারী আমলাদের টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।